পোস্ট বাংলায় করা উচিত
Reddit এ বাংলাদেশের ইউজার কম হওয়ার আসল কারণ, এখানে বাংলা পোস্ট কম। এমনকি এইখানেও সব পোস্ট ইংরেজীতে। বাংলাদেশীদের তো নিজেদের মধ্যে কথা বলার জন্য ইংরেজী লাগএ না, সবাই বাংলা পারি। এটা তো ভারত তো না যে এক স্টেটের ভাষা অন্য স্টেটের লোক বুঝে না। অনেকেই বলবেন, বিদেশী পাঠকদের জন্য ইংরেজী দরকার। ভাই, তারা তো auto translation ব্যবহার করলেই পারে।