তবুয় উপকার করব, থামব না

আমি মাঝে মাঝে ই মেট্রোরেল এ মিরপুর ১১ যাই মতিঝিল থেকে ১১ টার দিকে যাই আগেই বলে নেই এই ঘটনা বাংলাদেশ ২.০ এর আগে আমি মেট্রোরেল এর এম আর টি কার্ড করি নি তাই আর আমি সব সময় মেশিন এ টাকা দিয়ে টিকেট কাটি। একবার আমি মিরপুর ১১ থেকে কারওয়ান বাজার নামি সেখানে একটা কাজ শেষ করে আবার মেট্রতে উঠি এই বার হয় সেই ঘটনা, মেনুয়াল লাইনে অনেক বড় লাইন মেশিন তিনটা, তিনটাতে ই অনেক ভিড় আমি আমার মত করে একটা মেশিন টিকেট কাউন্টার এর লাইন এ দাঁড়াই বেলা ১:৪৫ কি ২ টা হবে অনেক ক্ষন অপেক্ষা করার পর বুঝতে পারলাম লাইনটি আগে বারছে না। পরে খেয়াল করে দেখলাম সামনে অনেকেই টিকেট কাটতে পারছে না আর তাদের সাহায্য করার জন্য আগে দেখেছি মেট্রোরেলের লোক থাকে কিন্তু সেদিন ছিল না। তাই আমি করলাম কি তাদের সাহায্য করা শুরু করলাম। এক পর্যায়ে আমার পালা আসল আমি টকেট কাটতে পারলাম না। পেছনে আরও ১০ ১২ জন ছিল কি আর করা তারা আমাকে বলল তাদের টিকেট কেটে দিতে আমি তাই করলাম আর যাকে টিকেট কেটে দিচ্ছিলাম আমি বলছিলাম কার কাছে ভাংতি আছে কিনা, কেউ দেয় নাই এতে খারাপ লাগে নাই খারাপ লাগছে এক জন বলেন আপনি আমাকে টিকেট করেদেন আমি করব আপনা কে সাহায্য মানে ভাংতি দিয়ে। টিকেট কাটার পর সেই লোক আমাকে টিনের চশমা দেখালেন মানে দিলেন না কিন্ত আমি পেয়ে গেলাম টিকেট একটু সময় লেগেছে কিন্তু পেয়েছি। হ্যা আমি এর পরও সাহায্য করেছি। শেয়ার করলাম কারণ এ ভেবে মানুষ যেন মানুষের উপকার করে অল্প হোক আর বেশী।